প্রকাশিত : রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪ , দুপুর ০২:১৯।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৪:৩৪
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

৫ দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো ভানুয়াতু


রিপোর্টার : the investor

ভানুয়াতুতে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার (২২ ডিসেম্বর) সকালে ভানুয়াতু উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। মাত্র পাঁচদিন আগেই এই দ্বীপরাষ্ট্রে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। খবর এএফপির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রোববারের ভূমিকম্পটির গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৫ মাইল)। রাজধানী পোর্ট ভিলা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

তবে ওই ভূমিকম্প থেকে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পটি থেকে সুনামি সতর্কতাও জারি করা হয়নি। এর আগে গত মঙ্গলবার ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শক্তিশালী ওই ভূমিকম্পের আঘাতে বেশ কিছু ভবন ধসে পড়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ এবং টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির এশিয়া প্যাসিফিকের প্রধান কেটি গ্রিনউড বলেন, কর্তৃপক্ষ ১৪ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া আহত আরও প্রায় ২০০ জন পোর্ট ভিলার প্রধান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কানাডীয় বংশোদ্ভূত সাংবাদিক ড্যান ম্যাকগেরি ২০ বছরের বেশি সময় ধরে ভানুয়াতুতে বসবাস করছেন। তিনি বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। এদিকে মঙ্গলবারের ভূমিকম্পের পর ভানুয়াতুতে সাত দিনের জরুরি অবস্থা এবং রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে।