প্রকাশিত : রবিবার , ১৯ জানুয়ারী ২০২৫ , সকাল ১১:৩২।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৪:৩৩
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

চট্টগ্রামে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার


রিপোর্টার : the investor

চট্টগ্রামে ধর্ষণের এক মামলায় মো. এমরান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) নগরীর চান্দগাঁও থানার এককিলোমিটার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এমরান ওই এলাকার এক কলোনিতে বসবাস করেন। তিনি ভোলা জেলার দৌলতখান থানার কলাগুছা গ্রামের আবদুল মালেকের ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতার উদ্দিন বলেন, ধর্ষণ মামলায় শনিবার এমরান নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এদিন বিকেলে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।