প্রকাশিত : সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ , সকাল ১১:৪৫।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সকাল ০৭:০৬
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ১৩ ফেব্রুয়ারি


রিপোর্টার : the investor

জুলাই-আগস্ট আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতায় তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের সম্পৃক্ততা ছিল, এমন তথ্য-প্রমাণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন।

আগামী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জেনেভায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সময় দুপুরে প্রতিবেদনটি প্রকাশ করবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘ তাদের খসড়া প্রতিবেদন নিয়ে মতামতের জন্য বাংলাদেশ সরকারকে দিয়েছিল। সরকার গত সপ্তাহে মতামত জানিয়েছে।

জানা গেছে, প্রায় দেড়'শ পৃষ্ঠার প্রতিবেদনে ঘটনা ও এর কারণ এবং ভবিষ্যতে-এ ধরনের ঘটনা এড়ানোর সুপারিশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন। 

একটি সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বের নির্দেশে ব্যাপক হত্যাকাণ্ড ও মানবাধিকারের লঙ্ঘন ঘটেছে বলে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন প্রমাণ পেয়েছে। একই সঙ্গে ওই ঘটনাগুলোর আরো তদন্ত করার জন্য সরকারকে সুপারিশ বা পরামর্শ দিয়েছে ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন।

তবে ওই সুপারিশ বা পরামর্শগুলো বাংলাদেশ মানতে বাধ্য নয়। অন্যদিকে এ ধরনের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের তথ্য-উপাত্ত আদালতে যুক্তি হিসেবে তুলে ধরার নজির রয়েছে।