প্রকাশিত : সোমবার , ২৪ মার্চ ২০২৫ , সকাল ১১:৪১।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , ভোর ০৫:৩৭
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

রামপুরায় অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে


রিপোর্টার : the investor

রাজধানীর রামপুরা পলাশবাগ এলাকায় একটি সিএনজি অটোরিকশার গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সোমবার (২৪ মার্চ) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, রামপুরা পলাশবাগ এলাকায় একটি সিএনজি অটো রিকশার গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এদিন ভোর ৫টা ২৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পান তারা। পরে ৫টা ৩৬ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে খিলগাঁও, বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৬ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের সূত্রপাত কীভাবে ও হতাহত সম্পর্কে কিছু জানাননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।