প্রকাশিত : মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ , দুপুর ০২:২৯।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , ভোর ০৫:৩৭
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

রাজধানীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার


রিপোর্টার : the investor

রাজধানীর বিমান বন্দর থানার বিমান বাংলাদেশ অফিসের সামনে রাস্তা থেকে অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজান জানান, আমরা সকাল পৌনে ৭টার দিকে খবর পাই, অজ্ঞাত এক বৃদ্ধ

বিমান বাংলাদেশ অফিসের সামনে পড়ে আছে। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে তার মৃত্যু হয়। মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে।

তিনি জানান, নিহতের নাম ঠিকানা আমরা এখনও জানতে পারিনি। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যাবে।