প্রকাশিত : মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫ , দুপুর ০২:৩৮।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৪:৩৮
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ


রিপোর্টার : the investor

গাজীপুরের গাছা থানাধীন হারিকেন এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- গার্মেন্টস কর্মী হারিস মিয়া (৫০), তার স্ত্রী আয়েশা আক্তার (৪০) ও তাদের স্কুলপড়ুয়া ছেলে মইনুল ইসলাম (১২)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে দুপুরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

তাদের নিয়ে আসা আত্মীয় লিপি আক্তার জানান, সকালে রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলা জ্বালালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন। পরে আমরা জানতে পারি গ্যাসের লাইনের লিকেজ থেকে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিল। পরে আমরা তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করাই।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গাজীপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও ছেলেসহ একই পরিবারের তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে হারিস মিয়ার শরীরে ৮৮ শতাংশ দগ্ধ, আয়েশা আক্তারের শরীরে ৯০ শতাংশ ও মইনুল ইসলামের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ রয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। আমরা জরুরি বিভাগের পর্যবেক্ষণ শেষে তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে রেফার করব। আহতদের গ্রামের বাড়ি সিলেটের সুনামগঞ্জে। বর্তমানে গাজীপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।