প্রকাশিত : বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ , সকাল ১১:৩৪।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৪:৩৪
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

দুপুরের মধ্যে দুই অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির আভাস


রিপোর্টার : the investor

আজ দুপুর ১টার মধ্যে দেশের দুই অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৩ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সারাদেশে তাপমাত্রা বৃদ্ধির আভাসও দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ।