প্রকাশিত : মঙ্গলবার , ২০ মে ২০২৫ , দুপুর ১২:০২।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৪:৩৭
রিপোর্টার : খুলনা ডেস্ক

চলতি বছরের হজে আরও এক বাংলাদেশির মৃত্যু, মোট প্রাণহানি ৯


রিপোর্টার : the investor

বাংলাদেশ থেকে চলতি বছরে হজ পালন করতে সৌদি আরব গেছেন মোট ৫১,২৭৮ জন হজযাত্রী। সর্বশেষ তথ্য অনুযায়ী, এদের মধ্যে ৯ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ মৃত ব্যক্তির নাম আ. হান্নান মোল্লা (৬৩), যিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা এবং সরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন। তিনি সৌদি আরবের মক্কায় ১৯ মে মৃত্যুবরণ করেন। এই তথ্য হজ পোর্টালে প্রকাশিত ২০২৫ সালের ‘পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন’ থেকে জানা গেছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজ পালন করবেন। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৫টি, সৌদি এয়ারলাইন্স ৪৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। এই তিনটি এয়ারলাইন্স মিলে মোট ১৩০টি হজ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হয়েছে।

২০২৫ সালের হজ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন (চাঁদ দেখা সাপেক্ষে)। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছাড়বে ৩১ মে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং তা শেষ হবে ১০ জুলাইয়ের মধ্যে।

এছাড়া, ১৭ মে রাতে সৌদি আরবের মক্কায় বাংলাদেশ হজ অফিসের কনফারেন্স কক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং হজ প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলাম। সভায় সরকারি ব্যবস্থাপনায় হজে আগত যাত্রীদের সর্বশেষ অবস্থা এবং প্রস্তুতি পর্যালোচনা করা হয়। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় আগত হজযাত্রীদের সেবা ও খোঁজখবর নিশ্চিত করতে আরও সক্রিয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।