প্রকাশিত : রবিবার , ২৫ মে ২০২৫ , দুপুর ১২:০৭।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সকাল ০৭:০৬
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

বনানীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে, নিহত ২


রিপোর্টার : the investor

রাজধানীর বনানীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর নিহতের ঘটনা ঘটেছে।

রোববার (২৫ মে) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বনানী এক্সপ্রেসওয়ের ঠিক পাশেই একটি মোটরসাইকেল ও ট্রাক অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের নাম-পরিচয় এখনও কিছু জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেলেও হেলপারকে ঘটনাস্থলেই আটক করা হয়েছে।