প্রকাশিত : শুক্রবার , ৩০ মে ২০২৫ , বিকাল ০৩:৪০।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৪:৩৭
রিপোর্টার : খুলনা ডেস্ক

জাপানে সম্মানিত হলেন ড. মুহাম্মদ ইউনূস


রিপোর্টার : the investor

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন। সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নের ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়টির এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে এই ডিগ্রি দেওয়া হয়।

অনুষ্ঠানে ড. ইউনূস সম্মানিত অতিথিদের উদ্দেশে বক্তৃতা করেন, যেখানে তিনি সামাজিক ব্যবসা, ন্যায্য অর্থনীতি ও টেকসই উন্নয়ন নিয়ে তাঁর ভাবনা তুলে ধরেন। সোকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সুজুকিও অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং ড. ইউনূসের অবদানের প্রশংসা করেন।

চার দিনের সফরের অংশ হিসেবে ড. ইউনূস ২৭ মে টোকিও পৌঁছান। সফর শেষে তিনি শনিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও ছাড়বেন এবং সিঙ্গাপুর হয়ে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে।