প্রকাশিত : বুধবার , ১১ জুন ২০২৫ , দুপুর ০১:২৯।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৩:০০
রিপোর্টার : খুলনা ডেস্ক

জাতীয় নির্বাচন সামনে রেখে সংস্কারে আগ্রহ দেখাল কমনওয়েলথ


রিপোর্টার : the investor

লন্ডনে এক বৈঠকে কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়র্কর বোচওয়ে জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ যদি চায়, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের বিষয়ে, তাহলে কমনওয়েলথ সহায়তা করতে প্রস্তুত। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

কমনওয়েলথের অগ্রাধিকারগুলোর মধ্যে গণতন্ত্র, সুশাসন, বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সদস্য রাষ্ট্রগুলোর লড়াইকে সহযোগিতা করাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মহাসচিব। ২.৭ বিলিয়ন মানুষের প্রতিনিধিত্বকারী এই সংস্থার বার্ষিক বাণিজ্য বর্তমানে প্রায় ৮৫০ বিলিয়ন ডলার, যা আগামী কয়েক বছরের মধ্যে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবপ্রাপ্ত ছোট আকারের দেশগুলোর বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, এই দেশগুলোকে জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার নিশ্চিত করতে সহায়তা করার বিষয়টিও সংস্থার অগ্রাধিকার তালিকায় রয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৈঠকে ক্রীড়া খাতে সম্ভাবনা অনুসন্ধানের আহ্বান জানান এবং তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি সামাজিক সচেতনতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও হতে পারে, যা তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সাহায্য করতে পারে।

মহাসচিব জানান, চলতি মাসেই ঢাকায় একটি যুব প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। কমনওয়েলথের প্রায় ১.৫ বিলিয়ন তরুণ জনগোষ্ঠীকে সক্রিয়ভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং কমনওয়েলথ বৃত্তি কার্যক্রম পুনর্গঠনের পরিকল্পনাও রয়েছে, যেটিকে অধ্যাপক ইউনূস বিশেষভাবে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম উপস্থিত ছিলেন।