প্রকাশিত : বুধবার , ৩০ জুলাই ২০২৫ , দুপুর ০১:১৩।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৩:০০
রিপোর্টার : খুলনা ডেস্ক

লন্ডনে ‘উইমেন ইন ডিপ্লোম্যাসি’ পুরস্কারে ভূষিত হলেন আবিদা ইসলাম


রিপোর্টার : the investor

বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম যুক্তরাজ্যে অনুষ্ঠিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ‘উইমেন ইন ডিপ্লোম্যাসি’ সম্মাননায় ভূষিত হয়েছেন। কূটনৈতিক ক্ষেত্রে নারীর অধিকার, নেতৃত্ব এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। ২৯ জুলাই লন্ডনে মেক্সিকোর দূতাবাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে এই পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রায় ৫০টি দেশের নারী কূটনীতিক অংশ নেন, যেখানে পুরস্কার তুলে দেন যুক্তরাজ্যে নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত এবং উইমেন ইন ডিপ্লোম্যাসি নেটওয়ার্কের সভাপতি জোসেফা গনজালেস ব্লাঙ্কো অর্তিজ মেনা। আবিদা ইসলামকে ‘চ্যাম্পিয়ন ফর ওমেন’স রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি’ ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া হয়, যা তাকে কূটনৈতিক জগতে নারীর ক্ষমতায়নের পথিকৃৎ হিসেবে চিহ্নিত করে।

দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোতে রাষ্ট্রদূত থাকাকালে, এবং বর্তমানে যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায়, তিনি নারীর অধিকার ও সমতা নিশ্চিত করতে নেতৃত্ব দিয়েছেন। ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসী সমাজে নারীর ক্ষমতায়ন ও সচেতনতায় তার ভূমিকা প্রশংসিত হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের অভ্যন্তরে নারীবান্ধব পরিবেশ তৈরিতেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

আবিদা ইসলাম ১৫তম বিসিএস ব্যাচের সদস্য হিসেবে ১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেছেন, বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে তার অবদান উল্লেখযোগ্য। বৈশ্বিক কূটনীতিতে নারীদের আরও বেশি অন্তর্ভুক্ত করতে এবং নারী কূটনীতিকদের মধ্যে পেশাগত সংযোগ তৈরি করতে গঠিত উইমেন ইন ডিপ্লোম্যাসি নেটওয়ার্কের এই সম্মাননা কূটনৈতিক অঙ্গনে নারীর অবস্থানকে আরও সুদৃঢ় করার বার্তা বহন করে।