
সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবি করার ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাড্ডার একটি ভাড়া বাসা থেকে গুলশান থানা পুলিশ ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করেছে।
আজ বৃহস্পতিবার ভোরে বাড্ডায় অবস্থিত সেই ভাড়া বাসায় অভিযান চালিয়ে টাকা উদ্ধার করা হয়। বিষয়টি দুপুরে নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
ওসি হাফিজুর রহমান বলেন, ‘আমরা আবদুর রাজ্জাক ওরফে রিয়াদের বাড্ডায় আরেকটি ভাড়া বাসার সন্ধান পেয়েছি। সেখানেই আজ ভোরে অভিযান চালিয়ে ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে, যা শাম্মী আহমেদের বাসা থেকে নেওয়া ১০ লাখ টাকার অংশবিশেষ। বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।