প্রকাশিত : বৃহঃস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ , বিকাল ০৫:৪৯।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৪:৩৭
রিপোর্টার : খুলনা ডেস্ক

মাহরীন চৌধুরীর নামে জাতীয় পুরস্কার চালুর সিদ্ধান্ত সরকারের


রিপোর্টার : the investor

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারানো সাহসী শিক্ষিকা মাহরীন চৌধুরীর স্মৃতিকে সম্মান জানিয়ে তার নামে একটি জাতীয় পুরস্কার চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, “মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে যেসব শিক্ষক-শিক্ষিকা ও স্টাফ সেখানে জীবন দিয়েছেন, তাদের স্মরণে বিশেষ সম্মাননা প্রদানের বিষয়টি বিবেচনায় এসেছে।”

তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় খুব শিগগিরই ‘মাহরীন চৌধুরী অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস’ নামে একটি জাতীয় পুরস্কার ঘোষণা করবে। এই পুরস্কার শুধুমাত্র শিক্ষক সমাজের জন্য নির্ধারিত থাকবে, যারা শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমী সাহসিকতা ও সেবার নিদর্শন রেখেছেন।

সরকারের এই উদ্যোগকে দেশের শিক্ষা অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।