প্রকাশিত : রবিবার , ১০ আগস্ট ২০২৫ , দুপুর ১২:০১।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সন্ধ্যা ০৬:১৮
রিপোর্টার : খুলনা ডেস্ক

নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ, যুক্ত হয়েছে ৪৪ লাখ নতুন ভোটার


রিপোর্টার : the investor

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) দেশের হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে। আজ রবিবার (১০ আগস্ট) সকালে এই তালিকা প্রকাশ করা হয়।

নতুন তালিকা অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ৪৪ লাখ ৭০ হাজার ৫৫৯ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। ফলে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি ৮১ লাখ, যার মধ্যে বর্তমানে সক্রিয় ভোটার রয়েছেন ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

ইসি জানিয়েছে, খসড়া তালিকায় যেসব তথ্য ভুল রয়েছে, তা সংশোধনের সুযোগ থাকবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। এ সময়ের মধ্যে নতুন ভোটার তালিকাভুক্তি, মৃত বা অযোগ্য ভোটার কর্তন, স্থানান্তর এবং সংশোধনের জন্য নির্ধারিত ফরমে (ফরম-২, ১২, ১৩, ও ১৪) আবেদন করা যাবে।

এই সংক্রান্ত আবেদনগুলো সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিস ও রেজিস্ট্রেশন অফিসারদের মাধ্যমে নিষ্পত্তি করা হবে ২৪ আগস্টের মধ্যে। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ৩১ আগস্ট।

এর আগে, নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জানুয়ারি ২০০৭ বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিক যারা ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে ভোটার হয়েছেন, তাদের নামই এই খসড়া তালিকায় থাকবে। একই সঙ্গে, মৃত ভোটারদের একটি আলাদা কর্তন তালিকাও প্রকাশ করা হয়েছে।