
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম)-এর সমাবর্তন অনুষ্ঠানে স্মারক বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সরকার কঠোর পরিশ্রম করছে।”
অনুষ্ঠানে ড. ইউনূসকে ইউকেএম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সামাজিক ব্যবসা ও দারিদ্র্য দূরীকরণে তার অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়েছে।
কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তার হাতে ডিগ্রির সনদ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার খ্যাতনামা শিক্ষাবিদ, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সকালেই ড. ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ থেকে আগত সফরসঙ্গীরাও এ সময় উপস্থিত ছিলেন।
ড. ইউনূসের এই সফর ও বক্তব্য আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক অগ্রযাত্রার বার্তা তুলে ধরেছে।