প্রকাশিত : রবিবার , ১৭ আগস্ট ২০২৫ , সকাল ১১:৩৬।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ১৮ আগস্ট ২০২৫ , ভোর ০৪:৩৯
রিপোর্টার : খুলনা ডেস্ক

জনগণের আহ্বানে দায়িত্ব নিয়েছি, নিজের ইচ্ছায় নয় : ড. মুহাম্মদ ইউনূস


রিপোর্টার : the investor

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি ক্ষমতায় বসেছেন ব্যক্তিগত ইচ্ছায় নয়, বরং জনগণের আহ্বানে সাড়া দিয়ে। তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চেয়েছে, সেই পরিবর্তনের পথে চলার জন্য তিনি কেবল পথপ্রদর্শকের ভূমিকা পালন করছেন।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ড. ইউনূস এ মন্তব্য করেন। তিনি সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে দেশটি ভ্রমণ করেন। সফরের শেষ দিনে বারনামার প্রধান সম্পাদক আরুল রাজু দুরার রাজের সঙ্গে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

ড. ইউনূস বলেন, "এটি আমার কোনো একক সিদ্ধান্ত নয়। এটি সেই জনগণের দাবি, যারা দেশে একটি ইতিবাচক পরিবর্তন চেয়েছেন। আমি শুধু তাদের পথ অনুসরণ করছি এবং সহায়তা করছি।"

তিনি আরো বলেন, "আমি কখনো নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিই না। আমি অপেক্ষা করি, মানুষের ইচ্ছা বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করি।"

নিজেকে একজন রাজনৈতিক নেতা নয় বরং গণতান্ত্রিক পরিবর্তনের অভিভাবক হিসেবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, বর্তমান পরিস্থিতি সহজ নয়। তিনি বলেন, "বাংলাদেশে বহু বাধা রয়েছে। কিছু রাজনৈতিক শক্তি এখনো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। যারা একসময় ক্ষমতায় ছিল, তারা এখন এই পরিবর্তনের পথ রুদ্ধ করতে চায়।"

দেশে নতুন ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, "গত দেড় দশকে বাংলাদেশে বহু নতুন ভোটার হয়েছেন, যাদের বড় একটি অংশ এখনো কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। কেউ ১০ বছর, কেউ ১৫ বছর ধরে ভোট দেওয়ার সুযোগের অপেক্ষায় ছিলেন। অবশেষে তারা এবার প্রথমবারের মতো সেই অধিকার প্রয়োগ করতে পারবেন।"

ড. ইউনূসের মতে, এটি দেশের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে জনগণের মতামতই সবকিছুর ভিত্তি হয়ে উঠছে।