প্রকাশিত : রবিবার , ১৭ আগস্ট ২০২৫ , বিকাল ০৩:১৪।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ১৮ আগস্ট ২০২৫ , ভোর ০৪:৩৫
রিপোর্টার : খুলনা ডেস্ক

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে অক্টোবরের মধ্যে : প্রসিকিউশন


রিপোর্টার : the investor

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আগামী অক্টোবরের মধ্যেই শেষ হতে পারে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুর রহমান। রোববার দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এদিন মামলার চতুর্থ দিনের শুনানিতে ষষ্ঠ সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত হন আব্দুস সামাদ, যিনি জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন। পেশায় তিনি একজন সবজি বিক্রেতা।

এছাড়া, মামলায় আসামি থেকে রাজসাক্ষী হিসেবে আদালতে হাজির করা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

উল্লেখ্য, গত ১০ জুলাই শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।