প্রকাশিত : মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ , দুপুর ০১:০১।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৫:১২
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

দল গঠনের প্রক্রিয়ায় ছাত্র আন্দোলনের নেতারা


রিপোর্টার : the investor

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

ইত্তেফাক

ইত্তেফাকের প্রথম পাতার খবর এটি। এতে বলা হয়েছে, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীদের মধ্যে একটি অংশ ইতোমধ্যে মৌখিক পরীক্ষা দিয়েছেন, তা বাতিল করা হয়েছে। পিএসসির নতুন কমিশনের অধীনে নয়া করে এই বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থী সবার মৌখিক পরীক্ষা নেয়া হবে পুনরায়।

মানবজমিন

মানবজমিনের প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা দল গঠন করছেন। ইতোমধ্যে এ নিয়ে তারা তৎপরতা শুরু করেছেন। এজন্য বিভিন্ন দলের নেতাদের সঙ্গে যোগাযোগও করছেন ছাত্র নেতারা। জাতীয় নাগরিক কমিটিতে থাকা নেতৃবৃন্দ এবং বাইরের বিভিন্ন দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠন হতে পারে দলটি। এতে সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা থাকবে না। তবে কেউ কেউ নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হবেন।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, জাতীয় নাগরিক কমিটি সিভিল সোসাইটির কাজগুলোই করবে। কিন্তু এখান থেকে একটা অংশ যারা রাজনীতিতে আগ্রহী তারা মিলে একটি রাজনৈতিক দল হতে পারে।

বণিক বার্তা

আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের নিচে হওয়া উচিত, এটা নিশ্চিত। আরো কমও হতে পারে। তবে জনগণ কী চায়, রাজনৈতিক দলগুলো কী চায়, সেটাই বড় বিষয়।’

রাজনৈতিক দলগুলো যদি বলে, সংস্কারের কথা ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে আমরা সেটাই করবো— বলছিলেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়ার জন্য ছাত্র আন্দোলনই হয়েছে। কেবল নির্বাচন দিলেই 'নতুন বাংলাদেশ' আসবে না বলে মত মুহাম্মদ ইউনূসের।

প্রথম আলো

ছাত্র–জনতার অভ্যুত্থানে হতাহতের ঘটনায় করা মামলায় যাদের সম্পৃক্ততা নেই, দ্রুত তদন্ত করে তাদের নাম বাদ দেয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ছাত্র-জনতার অভ্যুত্থানে হতাহতের ঘটনায় যেসব মামলা হচ্ছে, এর কোনো কোনোটিতে অভিযুক্ত নন এমন অনেককে আসামি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে মামলায় ‘ইচ্ছেমতো’ আসামি করা নিয়ে সমালোচনাও রয়েছে।

আজকের পত্রিকা

প্রায় অর্ধশত জীবন রক্ষাকারী ওষুধের দাম গত সেপ্টেম্বর থেকে ১০ থেকে ৫০ শতাংশের বেশি বেড়েছে। দাম বাড়ার তালিকায় শীর্ষে আছে জ্বর, শ্বাসকষ্ট, স্নায়বিক সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাসিডিটি ও ব্যথানাশক ওষুধ।

ঔষধ প্রশাসন অধিদপ্তর দাম বাড়ানোর ক্ষেত্রে ভোক্তাদের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না, প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী দাম বৃদ্ধিতে অনুমোদন দিচ্ছে। নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, কিছু ওষুধের দাম বেড়েছে। যা কোনোক্রমেই ১০ শতাংশের বেশি নয়। কিন্তু বাজারে উল্টো চিত্র দেখা গেছে। ওষুধের দোকানদার ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, দুয়েকটি ওষুধ ছাড়া সব ওষুধের দামই বেড়েছে ৩০ থেকে ৫০ শতাংশ।

এখনও অন্তত ২০টি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অর্ধশত ওষুধের দাম বাড়ার জন্য আবেদন দিয়ে রেখেছে। তবে এই মুহূর্তে আর দাম না বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

কালবেলা

রাজনৈতিক পটপরিবর্তনের পর জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য দলীয় নেতাকর্মীদের বারবার তাগিদ দিচ্ছে বিএনপির হাইকমান্ড। ভালো কাজের দ্বারা জনপ্রিয়তা অর্জন করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় বিএনপি। দলের নীতিনির্ধারকদের এই প্রত্যাশা পূরণে ‘বাধা’ হয়ে দাঁড়িয়েছেন মাঠপর্যায়ের কিছু নেতাকর্মী। তাদের দখলদারিত্ব ও চাঁদাবাজি এবং নানা অপকর্মসহ বিভিন্ন কারণে বিএনপিতে মাথাচাড়া দিচ্ছে অভ্যন্তরীণ কোন্দল আর গ্রুপিং। কিছুটা হলেও ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি। 

দখল-চাঁদাবাজি ও প্রভাব বিস্তার কেন্দ্র করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে আসছে। দিনকে দিন দলীয় নেতাকর্মীদের গ্রুপিং, অন্তঃকোন্দল রূপ নিচ্ছে মারামারি এবং সংঘর্ষে। উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের নিয়ন্ত্রণে কাজে আসছে না বিএনপির ‘জিরো টলারেন্স নীতি’। চূড়ান্ত শাস্তি হিসেবে বহিষ্কারের মতো পদক্ষেপ নিলেও নেতাকর্মীদের বাগে আনতে হিমশিম অবস্থা বিএনপির নীতিনির্ধারকদের। 

গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর সারা দেশে অন্তত ১১টি বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্ততপক্ষে পাঁচজন খুন এবং প্রায় অর্ধশত গুলিবিদ্ধ হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সর্বশেষ গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির দুগ্রুপের সংঘর্ষে অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের প্রতাপগঞ্জ বাজারের মুসা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। 

অবশ্য বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, সারা দেশে মুষ্টিমেয় নেতাকর্মীর নেতিবাচক কাজের দায় দলের সবাইকে নিতে হচ্ছে। আবার বিএনপির নাম ভাঙিয়ে ‘তৃতীয় পক্ষ’ অবৈধ সুযোগ নেওয়ার অপচেষ্টা করছে। নানা কায়দায় যারা আওয়ামী লীগ সরকারের সময় সুবিধা নিয়েছেন এখনো তারাই চাঁদাবাজি ও দখলদারিতে জড়াচ্ছেন। বিএনপির যারা প্রকৃত নেতাকর্মী, তারা কোনো দখল-চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত নয়। বরং কারও বিরুদ্ধে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালের কন্ঠ

রাত ২টা, আপনার নগদ টাকা প্রয়োজন, ছুটে গেলেন বাসার পাশে কোনো একটি ব্যাংকের এটিএম বুথে। দেখতে পেলেন একজন মানুষ রাত জেগে বুথ পাহারা দিচ্ছেন। তিনিই একজন বেসরকারি নিরাপত্তা প্রহরী, যিনি জীবনের ঝুঁকি নিয়ে দেশের সম্পদ পাহারা দেন, কিন্তু বিনিময়ে মুজরি পান সামান্যই।

অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে দেশে পাল্লা দিয়ে বাড়ছে বেসরকারি নিরাপত্তাসেবার চাহিদা। একসময় শুধু অফিস নিরাপত্তার জন্য মানুষ এ ধরনের প্রতিষ্ঠানের দ্বারস্থ হলেও বর্তমানে রাজধানী ঢাকাসহ বড় বড় শহরে অফিসের পাশাপাশি বাসাবাড়ি, আবাসিক এলাকা, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে নিরাপত্তাসেবা প্রায় অপরিহার্য হয়ে উঠেছে। ফলে দেশে গড়ে উঠছে নতুন নতুন বেসরকারি নিরাপত্তাসেবা কম্পানি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে এই খাত জনপ্রিয় হয়ে উঠলেও সরকারি কাঠামোগত ভুল নীতির কারণে পিছিয়ে রয়েছে খাতটি। এ ছাড়া চাহিদার বিপরীতে কর্মী পাওয়াও একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।