প্রকাশিত : মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪ , দুপুর ০২:৫৯।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৪:৩৩
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

বড়দিন উৎসবে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: সিটিটিসি


রিপোর্টার : the investor

বড়দিন ঘিরে কোনো ধরণের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মো. মাসুদ করিম। তিনি বলেন, এবার নিরাপদেই খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় এই উৎসব উদযাপন হবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকড়াইলে সেন্ট মেরি ক্যাথেড্রাল চার্চে বড়দিন উপলক্ষ্যে নিরাপত্তা মহড়া শেষে এ কথা বলেন তিনি।

মো. মাসুদ করিম বলেন, কাকরাইলসহ ঢাকার সব চার্চ ঘিরেই নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আর সিটিটিসির বিশেষায়িত সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট, কে-নাইন, রোবট নিয়ে নিরাপত্তা মহড়া দেওয়া হলো। পাশাপাশি এ ইউনিটগুলো নিরাপত্তা দিতে স্ট্যান্ডবাই থাকবে।

তিনি আরও বলেন, পোশাকের পাশাপাশি সিভিলেও দায়িত্ব পালন করবে পুলিশ। এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকবে সেনাবাহিনীও।

খ্রিস্টান ধর্মাবলম্বীরাও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সকলের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশেই বড় দিন উদযাপনের আশা প্রকাশ করেন সেন্ট মেরি ক্যাথেড্রালের আর্চ বিশ্ব এন ডি ক্রুজ।