প্রকাশিত : মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ , সকাল ১১:৪৪।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৫:২২
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

এটিএম আজহারের মুক্তি দাবি শিবির সভাপতির


রিপোর্টার : the investor

জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (২২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।

জাহিদুল ইসলাম লিখেছেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি, আমাদের প্রিয় রাহাবার এটিএম আজহারুল ইসলাম ভাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

তিনি বলেন, ‘এই মাজলুম ব্যক্তিত্বের ওপর ফ্যাসিস্ট হাসিনা যে নির্মম নির্যাতন চালিয়েছে, তা ৩৬ জুলাই পরবর্তী সময়ে কোনোভাবেই চলতে পারে না। হাইকোর্ট দেখানোর রাজনীতি কি শুধু এমন মাজলুমদের জন্যই চলে?’

শিবির সভাপতি আরও বলেন, ‘আমরা ধৈর্য ধারণ করবো এটা যেমন সত্য, ঠিক তেমনি কোনো অন্যায় ও জুলুম মেনে নিতে পারি না। আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না। মাইন্ড ইট।