
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে শুক্রবার (৯ মে) দুপুরে এক ‘ব্লকেড’ বা অবরোধ কর্মসূচি পালন করেছে বিভিন্ন ছাত্র ও জনসাধারণের সংগঠন। এই রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয় এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র ও যুব আন্দোলন এবং রেড জুলাইসহ একাধিক সংগঠন।
প্রতিবাদকারীরা বলেন, “আওয়ামী লীগ এখন আর জনগণের দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে।” বক্তারা দাবি করেন, গত ১৬ বছর ধরে দলটি ছাত্র ও জনতার ওপর দমন-পীড়ন চালিয়ে আসছে। তারা আরও জানান, ৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা শেষ হয়েছে এবং দলটিকে অবিলম্বে নিষিদ্ধ করা উচিত।
এ সময় বিক্ষোভকারীরা নানা স্লোগানে রাজপথ গর্জে তোলে—“আওয়ামী লীগ ব্যান চাই”, “এই বাংলায় আওয়ামী লীগের জায়গা নেই”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা” ইত্যাদি।
এই বিক্ষোভ কর্মসূচি খুলনার রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়ে দিয়েছে এবং দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।