
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ সন্ধ্যায় হাসপাতালে যাবেন।
দলীয় সূত্রে জানা গেছে, গুলশানের বাসা থেকে তাকে সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এ স্বাস্থ্য পরীক্ষা করা হবে।