প্রকাশিত : শনিবার , ২৬ জুলাই ২০২৫ , দুপুর ০২:৫৫।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সন্ধ্যা ০৬:২০
রিপোর্টার : খুলনা ডেস্ক

বাংলাদেশে শাসনব্যবস্থা নিয়ন্ত্রণহীন অবস্থায়: বিএনপির অভিযোগ


রিপোর্টার : the investor

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কোথাও কোনো সুশাসন বা নিয়ন্ত্রণ নেই। তিনি অভিযোগ করে বলেন, পুলিশ বিভাগে এখনো কোনো ধরনের পরিবর্তন আসেনি। একটি উদাহরণ তুলে ধরে বলেন, “একজন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে, যিনি জানালেন, আগে ঘুষ দিতে হতো এক লাখ টাকা, এখন দিতে হয় পাঁচ লাখ টাকা।”

রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ড. হোসেন জিল্লুর রহমানের নতুন বই অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’-এর প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠান। সভায় সভাপতিত্ব করেন লেখক নিজে, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাতারাতি কোনো সংস্কার সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সময়, ধৈর্য এবং ধারাবাহিক গণতান্ত্রিক চর্চা। তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্রকে উপেক্ষা করে কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত হবে না। বরং অবিলম্বে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে একটি কার্যকর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের ট্যারিফ নীতিও বাংলাদেশের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সব রাজনৈতিক দলের উচিত হবে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দেশের উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করা।

এই আলোচনা সভায় দেশের অর্থনীতি, শাসনব্যবস্থা ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষজ্ঞরা বিস্তারিত মতামত তুলে ধরেন, যা বইটির আলোচ্য বিষয়গুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।