
নেত্রকোনায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির আওতায় আয়োজিত পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম একটি দৃঢ় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ আর কখনোই পুরোনো সিস্টেমে পরিচালিত হবে না। দেশকে একটি ন্যায়ের ভিত্তিতে পরিচালিত মানবিক রাষ্ট্রে রূপান্তর করতেই এনসিপির আবির্ভাব এবং আন্দোলন।
রোববার দুপুরে নেত্রকোনার মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত সভায় নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে আমরা ঘোষণা দিয়েছিলাম, নতুন বাংলাদেশ গড়তে হবে। সেই লক্ষ্যেই আমরা মাঠে নেমেছি। আমরা এমন একটি সংবিধান চাই, যা সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করবে। আমাদের দরকার গণপরিষদ নির্বাচন, যেখানে দেশের জনগণ নিজেরাই তাদের ভবিষ্যতের সংবিধান নির্ধারণ করবে।
নাহিদ ইসলাম আরও বলেন, নেত্রকোনায় শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুতর সংকট বিরাজ করছে। এনসিপি এই সংকট নিরসনে কাজ করতে চায়। দেশের প্রতিটি অঞ্চলে সংস্কারের দাবিতে আমরা কাজ করছি। যে রাষ্ট্রে মানবিক মর্যাদা, ন্যায়বিচার, এবং সমতা নিশ্চিত হবে—সেই রাষ্ট্রের জন্যই এনসিপির সংগ্রাম।
তিনি স্মরণ করেন, এক বছর আগে জুলাই মাসে তরুণদের নেতৃত্বে যে গণ-অভ্যুত্থান ঘটেছিল, তা স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা। সেই অভ্যুত্থানে প্রাণ দেওয়া শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতেই এনসিপির পদযাত্রা চলছে। তিনি দাবি করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ১৬ বছরে মানুষের ওপর দমন-পীড়ন চালিয়েছে, গণহত্যা ঘটিয়েছে, বিরোধী রাজনৈতিক কর্মীদের গুম ও খুন করেছে। সেই ফ্যাসিস্ট সরকার এবং তার বাহিনীর বিচারই এখন সময়ের দাবি।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, এনসিপি একটি তরুণ নেতৃত্বভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম। এখানে বয়োজ্যেষ্ঠরা অভিভাবক হবেন, পরামর্শ দেবেন, কিন্তু দেশের নেতৃত্বে থাকবে তরুণ প্রজন্ম। মুজিববাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। সাধারণ মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবে এনসিপি।
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, সদস্য ফাহিম খান পাঠানসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সভা শেষে কেন্দ্রীয় নেতারা শেরপুরের উদ্দেশ্যে রওনা হন, যেখানে পদযাত্রার পরবর্তী ধাপ অনুষ্ঠিত হবে।