প্রকাশিত : শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪ , বিকাল ০৫:৪০।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৫:১৭
রিপোর্টার : দ্য ইনভেস্টর অনলাইন ডেস্ক

মন্টু মোমরেজ বাবুকে নিয়ে খুলনা জেলা বিএনপির কমিটি গঠন


রিপোর্টার : the investor

খুলনা জেলা ছাত্রদল ও জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে খুলনা জেলা বিএনপির আশিংক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট মোমরেজুল ইসলামকে। তারা তিনজনই বিগত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে আংশিক এই কমিটির ঘোষণা দেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল কেন্দ্রীয় বিএনপি।