প্রকাশিত : বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪ , সকাল ১১:৪৯।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৫:২২
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

কোনো মব জাস্টিস সাপোর্ট করি না: শিবির সেক্রেটারি


রিপোর্টার : the investor

কোনো মব জাস্টিস সাপোর্ট করেন না বলে জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

জাহিদুল লিখেছেন, ‘কোনো মব জাস্টিস সাপোর্ট করি না। কিন্তু, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনির পক্ষ নেওয়া, মিছিল করা, এটা কেমন রাজনীতি? মুক্তিযুদ্ধের বয়ানে খুনি ও সন্ত্রাসীকে গ্লোরিফাই করা, এটা কেমন সাংবাদিকতা? কিছু হলুদ মিডিয়ার নির্লজ্জ প্রচেষ্টা দৃশ্যমান।’

তিনি বলেন, মনে রাখতে হবে, কথিত চেতনা ব্যবসার কবর রচনা করেছে আমাদের ‘প্রজন্ম ২৪’। জেনারেশন জুমারস এই ব্যবসার ওপর বড়ই বিরক্ত। যারাই এই ব্যবসা আবার চালু করবেন, তাদের পরিণতি ৩৬ জুলাইয়ের দিনের মতই হবে।

এই ছত্রনেতা আরও লিখেছেন, ‘এই প্রজন্মকে বোকা ভাববেন না। প্রজন্মের চোখের ভাষা, মনের ভাষা, বুঝাতে না পারাটাই হাসিনার জন্য বুমেরাং হয়েছে। আশা করি অতি সাম্প্রতিক ইতিহাস থেকে শিক্ষা নিতে কেউ ভুল করবেন না।’