প্রকাশিত : রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ , বিকাল ০৪:০৮।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৫:২২
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

ফিটনেস নেই মাশরাফির, তবুও অপেক্ষা করবে সিলেট


রিপোর্টার : the investor

রাত পোহালেই মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। টুর্নামেন্টটিতে অংশগ্রহণকারী ৭ দল ইতিমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। ব্যতিক্রম নয় ২০২৩ আসরের রানার্সআপ দল সিলেট স্ট্রাইকার্সও। তবে এই অনুশীলন পর্বে ফ্রাঞ্চাইজির গত দুই আসরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এখনো স্কোয়াডের সঙ্গে যোগ দেননি। তাকে ছাড়াই প্রস্তুতি নিচ্ছে সিলেট। টুর্নামেন্ট শুরু হলেও তিনি দলের সঙ্গে যুক্ত হবে কি না, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে ফ্রাঞ্চাইজিটির প্রধান কোচ এ কে এম মাহমুদ ইমন জানিয়েছেন, সিলেট তার জন্য অপেক্ষা করবে। 

বিপিএলের সবশেষ মৌসুমেও সিলেটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মাশরাফি। তবে সময়টা তার জন্য সুখকর ছিল না। দলের হয়ে কয়েকটি ম্যাচ তিনি মাঠে নামার পরই তাকে নিয়ে ওঠে সমর্থকদের সমালোচনার ঝড়। মাঠে তার পারফরম্যান্সের ঘাটতি এবং ফিটনেসের অভাব চোখে পড়েছিল সবার। ঐ আসরে তিনি খেলেছিলেন পাঁচ ম্যাচ ছিলেন ব্যর্থ তার দলও পাচ্ছিল না জয়। পরে নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নেন মাশরাফি। পরে আবার মাঠে ফেরেন এ বছরের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ দিয়ে। 

তবে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গা-ঢাকা দেওয়া মাশরাফি। তারপরও আসন্ন বিপিএলে সিলেট স্ট্রাইকার্স তাকে দলে ভেড়ায়। তারপরই পরিস্থিতি অনুসারে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিপিএলে কি আদৌ খেলতে দেখা যাবে টুর্নামেন্টটির সবচেয়ে সফল অধিনায়ককে। যদিও এই বিষয়ে পরিষ্কার উত্তর দিতে পারেননি দলটির হেড কোচ। শনিবার মিরপুর বিসিবির একাডেমি মাঠে দলের অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সিলেটের হেড কোচ ইমন। শুরুতেই নিজেদের স্কোয়াডের অবস্থা জানিয়ে তিনি বলেন, 'দলের অবস্থা ভালো সবাই অ্যাভেলেইবল ছিল অনুশীলনে যাদের ড্রাফট থেকে দলে নিয়েছি শুধু মাশরাফি ছাড়া। আর বিদেশি খেলোয়াড় আজকে দুই জন ছিল, দুই জন হোটেলে ইতিমধ্যে চলে এসেছে আর বাকিরা আসছে।' 

এ সময় মাশরাফির বিপিএলে দলের সঙ্গে যোগ দেওয়ার প্রসঙ্গে বলেন, 'আমাদের স্কোয়াডে এখনো আছেন, কারণ তিনি এই দলের ওতপ্রোত অংশ মাশরাফি। সব কিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে। মাশরাফি কেমন অনুভব করছে, ফিটনেসের অবস্থা কী। ও যদি খেলার অবস্থায় থাকে, ফিটনেস যদি ভালো থাকে, তাহলে অবশ্যই খেলবে। নিয়মিতই যোগাযোগ চলছে তার সঙ্গে।' 

অনিশ্চয়তা কি শুধুই ফিটনেসজনিত বিষয়ে নাকি অন্য কোনো বিষয় জড়িত? এই প্রশ্নে ফিটনেসের কথাই বলেন সিলেট কোচ। বলেন, 'অনেকগুলো বিষয়ই রয়েছে। তবে ফিটনেসের বিষয়ে কথা হচ্ছে। কারণ প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ।' 

তবে শেষ পর্যন্ত মাশরাফির জন্য তারা অপেক্ষা করবে বলেও জানান তিনি। বলেন 'যত দিন পর্যন্ত ফিট হবে না ও খেলার জন্য ততদিন পর্যন্ত আমরা ওকে দলে খেলার জন্য বিবেচনায় আনব না। তবে আমরা তার জন্য অপেক্ষা করব। সেটা ও-ই জানাবে। যখন বলবে আমি খেলার জন্য প্রস্তুত তারপরই তাকে বিবেচনা করব। যদিও সবকিছুরই নির্দিষ্ট সময় রয়েছে এক্ষেত্রেও, সেটি পার হয়ে গেলে আমরা তার জায়গায় অন্য খেলোয়াড়ের কথা ভাবব।'