
গত বছরের জুলাইয়ে নারী এশিয়া কাপে দায়িত্ব পালনের পর বাংলাদেশি আম্পায়ার সাথিরা জাকির জেসি জানিয়েছিলেন নিজের স্বপ্নের কথা। তিনি আম্পায়ারিং করতে চান বিশ্বকাপে। অবশেষে তার স্বপ্ন সত্য হতে চলছে। আগামী শানিবার মালয়েশিয়ায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে খেলা পরিচালনার জন্য ২০ সদস্যের ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। সেই তালিকায় আছেন ৩৪ বছর বয়সী বাংলাদেশি এই আম্পায়ার।
এখন পর্যন্ত মেয়েদের ২৫টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন জেসি। এশিয়া কাপ ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করলেও তার স্বপ্ন ছিলো বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করা। গত বছর অক্টোবরে বাংলাদেশে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপত্তার কথা ভেবে আইসিসি বিশ্বকাপ সরিয়ে নেয়। তাতে জেসির স্বপ্ন অধরা থেকে যায়। এবার সেই অধরা স্বপ্ন পূরণ হওয়ার পথে।
আইসিসির দেওয়া বিবৃতি অনুসারে, আসন্ন বিশ্বকাপে ১২ দেশের ১৬ আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন। তাদের মধ্যে একজন জেসি। এছাড়া রেফারি হিসেবে রয়েছেন ৪ দেশের ৪ জন। ম্যাচ অফিশিয়ালদের শুভকামনা জানিয়ে আইসিসির আম্পায়ার্স ও রেফারিজ বিভাগের ব্যবস্থাপক শন ইয়াসে বলেছেন, ‘এই ইভেন্টে নির্বাচিত আম্পায়ার ও ম্যাচ রেফারিদের অভিনন্দন। তারা দ্বিপক্ষীয় ক্রিকেটে ভালো পারফর্ম করে এটা অর্জন করেছেন। এটি একটি বৈচিত্র্যময় দল, যা সত্যিই চমৎকার। আমরা আত্মবিশ্বাসী যে তারা ভালো পারফর্ম করবেন এবং কেউ কেউ খেলাটির আরও উঁচু স্তরে দায়িত্ব পালন করার দিকে অগ্রসর হবেন।’