প্রকাশিত : সোমবার , ২০ জানুয়ারী ২০২৫ , বিকাল ০৫:৩৯।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৫:১৬
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে জোকোভিচ


রিপোর্টার : the investor

রেলস্টেশনের ছাদ ভেঙে পড়ার ঘটনাকে ঘিরে সার্বিয়ায় শুরু হয়েছে সরকার বিরোধী আন্দোলন। আর এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে দেশটির শিক্ষার্থীরা। আর তাতে সমর্থন দিয়েছেন সার্বিয়ার টেনিস সুপারস্টার নোভাক জোকোভিচ।

অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে সেখানে অবস্থান করছেন জোকোভিচ। মেলবোর্নে দেওয়া এক সংবাদ সম্মেলনে জোকোভিচ বলেন, ‘সেখানে কিছু হচ্ছেনা আমি এটা ভাবার ভান করতে পারিনা। শিক্ষার্থী এবং সকল শ্রেণীর আন্দোলনকারীদের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে।’

গত ১ নভেম্বর ছাদ ধ্বসের ঘটনা ঘটে। এতে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৩ জন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে মামলা করা হয়েছে। সেখানে সাবেক পরিবহন মন্ত্রীও আছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। সরকারের হামলার নিন্দা করে জোকোভিচ বলেন, ‘আন্দোলনকারীদের ওপর এমন হামলা কেবলমাত্র সহিংসতাকেই বাড়ায়নি, এটা আমাদের সার্বিয়ান সমাজ ও দেশের জন্য হতাশার। আমার ছেলেমেয়েরা সেখানে বড় হবে। আমি চাই তাদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি হোক।’