প্রকাশিত : রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫ , দুপুর ১২:৫৫।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , ভোর ০৫:৪০
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

গোল করলেন, করালেন, ইন্টার মিয়ামিকে জেতালেন মেসি


রিপোর্টার : the investor

আরও একবার ভক্ত-সমর্থকদের মুগ্ধ করলেন লিওনেল মেসি। নিজে গোল করে এবং সতীর্থদের দিয়ে করিয়ে ইন্টার মিয়ামিকে দারুণ এক জয় উপহার দিলেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ক্লাব ফ্রেন্ডলিতে হন্ডুরাসের পেশাদার ক্লাব সি. ডি. ওলিম্পিয়াকে ৫-০ ব্যবধানে হারিয়েছে মিয়ামি।  

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ম্যাচে মাঠে নামে ইন্টার মিয়ামি। শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় মেসির দল।  

২৭ মিনিটে প্রথম গোল করেন মেসি। এরপর ৪৪ মিনিটে ফেডেরিকো রেদোনদো এবং প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২ মিনিটে) নোয়াহ অ্যালেন গোল করেন।  

এই দুটি গোলেরই অ্যাসিস্ট করেন মেসি, ফলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি।  

বিরতির পরও মিয়ামির দাপট অব্যাহত থাকে। ৫৪ মিনিটে গোল করেন লুইস সুয়ারেজ, ফলে ৪-০ তে এগিয়ে যায় দলটি।  

শেষ গোলটি আসে ৭৯ মিনিটে রায়ান সেইলরের পা থেকে।  

ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে মেসি ও তার দল, যা ভক্তদের জন্য দারুণ এক মুহূর্ত এনে দেয়।