প্রকাশিত : সোমবার , ১১ নভেম্বর ২০২৪ , বিকাল ০৩:৩০।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সন্ধ্যা ০৬:২১
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন শান্ত


রিপোর্টার : the investor

কুঁচকির চোটে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার আরও বড় দুঃসংবাদ পেয়েছেন তিনি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজেও খেলতে পারবেন না এই টাইগার অধিনায়ক। 

এক বিবৃতিতে এমন তথ্যই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, 'গতকাল শারজায় শান্তর একটা এমআরআই করানো হয়। আমরা দলের ফিজিও রিপোর্ট পেয়েছি। যাতে তার কুঁচকিতে গ্রেড টু স্ট্রেইন আছে। এটা সারতে তার বিশ্রাম ও পুনর্বাসন দরকার।' 

তিনি আরও বলেন, 'সে (শান্ত) আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে তো বটেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারবে না। দুই সপ্তাহ পর আমরা তার অবস্থা খতিয়ে দেখব। সংযুক্ত আরব আমিরাত থেকে সে দেশে ফিরে পুনর্বাসন শুরু করবে।'

গত শনিবার আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন কুঁচকির চোটে পড়েন শান্ত। শেষ দিকে ফিল্ডিং না করে মাঠ ছেড়ে বেরিয়ে যান। ওই ম্যাচে ৭৬ রান করে দলের জয়ে ভূমিকা রাখা শান্তর চোট নিয়ে শঙ্কা ছিলো।