প্রকাশিত : রবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪ , দুপুর ০২:৩২।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , বিকাল ০৫:১৯
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

জয় দিয়ে এশিয়া কাপ শেষ করেছে বাংলাদেশ নারী দল


রিপোর্টার : the investor

ওমানে অনুষ্ঠিত এশিয়া কাপ (অনূর্ধ্ব-২১) হকি নারী দলের অভিযান শেষ হয়েছে জয় দিয়ে। গতকাল ওমানের মাসকটে বাংলাদেশ নারী হকি দল ৮-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। আইরিন রিয়া ৪টি, নাদিরা ইমা, ফাতেমা তুজ জোহরা, অধিনায়ক অর্পিত পাল, সোনিয়া খাতুন গোল করেছেন।

২ গ্রুপে ১০ দেশের মধ্যে বাংলাদেশ নবম স্থান নিয়ে শেষ করলেও জুনিয়র এশিয়া কাপ নারী টুর্নামেন্টে এবারই প্রথম অংশগ্রহণ করলো বাংলাদেশ। আগে খেলার অভিজ্ঞতা নেই। আর এত শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হয়েছে যে, দক্ষতা না অর্জন করে প্রথমেই সমুদ্রে নেমে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল।

গ্রুপ পর্বে সবাই ছিল শক্তিশালী দল। চীনের বিপক্ষে ১৯ গোলে হেরেছে। চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ১৩-১ গোলে হেরেছে, থাইল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে, মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে। শুরুতে বড় ব্যবধানে হারলেও যতই ম্যাচ গড়িয়েছে বাংলাদেশের হারের ব্যবধানও কমে এসেছিল।

শেষ পর্যন্ত একটা জয় নিয়ে ঘরে ফিরছেন সুমাইয়া, সানজিদা, সোনিয়া, লিমা, রিয়া মনি, নীলাদ্রী নীল, মহুয়া, রাইসা, কনা, আইরিনরা। জুনিয়র এশিয়া কাপে প্রথমবার খেললেও গ্রুপ পর্বে বাংলাদেশের একাধিক খেলোয়াড় ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন। তাদের প্রতিভা রয়েছে, সেটি দেখেছেন আন্তর্জাতিক হকি সংগঠকরা। প্রয়োজনীয় পরিচর্যা পেলে ভবিষ্যতে ভালো করতে পারবে বাংলাদেশের নারী হকি দল।