খুলনায় ছাত্রনেতা সাজিদের ওপর গুলি, অবস্থার অবনতি
প্রিন্ট ভিউ
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক এস এম সাজিদ হাসান (২৩)। রবিবার (১৫ জুন) রাত ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে হোটেল কদরের সামনে এই হামলার ঘটনা ঘটে।
সাজিদ হাসানের পেট ও পায়ে গুলি লাগে। স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।
খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সাজিদ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নগরীর বাগমারা এলাকার বাসিন্দা। হামলার সময় তিনি বন্ধু হাসানকে সঙ্গে নিয়ে শিববাড়ী মোড় থেকে রিকশাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন।
ময়লাপোতা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাদের ধাওয়া করে। আতঙ্কে সাজিদ দৌড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়, এতে তিনি গুরুতর আহত হন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযান শুরু হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ক্রাইম