সোহরাওয়ার্দীতে জামায়াতের জাতীয় সমাবেশে লাখো জনতার ঢল
প্রিন্ট ভিউ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা জাতীয় সমাবেশ আজ শনিবার বিকেল ২টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাত দফা দাবির পক্ষে এই সমাবেশে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি, প্রচার এবং সংগঠিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেছে দলটি। আয়োজকরা জানিয়েছেন, সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে তারা সবরকম প্রস্তুতি নিয়েছে।
সমাবেশ শুরু হতে এখনো কয়েক ঘণ্টা বাকি থাকলেও সকাল থেকেই জনস্রোতে ভরে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। রাত থেকেই রাজধানীতে পৌঁছাতে শুরু করেন বিভিন্ন জেলা থেকে আগত জামায়াতের নেতাকর্মীরা। ভোরে ফজরের নামাজের সময় উদ্যানে অনুষ্ঠিত হয় বিশাল জামাত। সকাল ৭টার আগেই উদ্যানে দাঁড়ানোর জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে।
জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দলটি অভিভূত। শুক্রবার বিকেলে সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মুজিবুর রহমান বলেন, "আলহামদুলিল্লাহ, সোহরাওয়ার্দী উদ্যান এখন সম্পূর্ণ প্রস্তুত। আমরা দোয়া করছি, যেন সমাবেশ সফল হয়। দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।"
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, সমাবেশে সভাপতিত্ব করবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। তিনি জাতির প্রতি ঐক্যের ডাক দেবেন এবং একটি কল্যাণরাষ্ট্র গঠনের আহ্বান জানাবেন।
জনসমাগমের কথা মাথায় রেখে রাজধানীসহ আশপাশের জেলাগুলো থেকে আগতদের জন্য ১৫টি পার্কিং স্পট নির্ধারণ করা হয়েছে। প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক মাঠে দায়িত্ব পালন করছেন, যাদের জন্য নির্ধারিত পোশাক, ডিউটি কার্ড এবং পৃথক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
সমাবেশে আগতদের জন্য ১৫টি মেডিক্যাল বুথ স্থাপন করা হয়েছে, প্রতিটিতে রয়েছে এমবিবিএস ডাক্তার, জরুরি ওষুধ এবং অ্যাম্বুলেন্স সুবিধা। অনুষ্ঠানটি ড্রোন এবং আধুনিক ক্যামেরার মাধ্যমে ধারণ করা হবে এবং ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। মাঠেও বসানো হয়েছে বড় এলইডি স্ক্রিন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জোবায়ের জানান, সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে সারা দেশ থেকে ১০ হাজারের বেশি বাস, বিশেষ ট্রেন ও লঞ্চ রিজার্ভ করা হয়েছে। শুধু উত্তরবঙ্গ থেকেই প্রায় দেড় হাজার বাস আসছে বলে জানান দলের নেতারা। এতো বড় জনসমাগমে রাজধানীতে যানজটের সম্ভাবনা থাকায় দলটির পক্ষ থেকে আগেই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
রাজনীতি