ঈদকে কেন্দ্র করে ট্রেনযাত্রায় টিকিট পেতে ভোগান্তি, দুর্নীতি ও কালোবাজারির অভিযোগে নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে আজ সকাল সাড়ে ১১টা থেকে দেশের আটটি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে অভিযান শুরু করেছে সংস্থাটির এনফোর্সমেন্ট ইউনিট।
কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনের পাশাপাশি চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, জামালপুর, সিলেট, রাজশাহী এবং দিনাজপুরের পার্বতীপুর স্টেশনে একযোগে পরিচালিত হচ্ছে এই অভিযান। যাত্রীসেবা ও টিকিট ব্যবস্থায় অনিয়ম, কালোবাজারি, রেলকর্মীদের আচরণ এবং সংশ্লিষ্ট দুর্নীতির অন্যান্য দিকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দুদক।
দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন, এই তৎপরতা শুধুমাত্র প্রতীকী নয়; বরং অভিযোগ যাচাই এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই অভিযান পরিচালিত হচ্ছে।
প্রতিবার ঈদের আগেই ট্রেনের টিকিট নিয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তি লেগে থাকে। এবারও তা ব্যতিক্রম হয়নি। বিভিন্ন স্টেশনে টিকিট না পাওয়া, অতিরিক্ত অর্থে বিক্রি, এবং নির্ধারিত কাউন্টারের বাইরেও কালোবাজারির অভিযোগ উঠে আসছে। এসব কারণেই দ্রুত পদক্ষেপ নিতে মাঠে নামল দুর্নীতি দমন কমিশন।