• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , রাত ০৩:৫৬
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
বান্দরবানে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

বান্দরবানে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

প্রিন্ট ভিউ

বান্দরবানের আলীকদমে ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার চৈক্ষ্যং ইউপির তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) ও মো. ছৈয়দ আমিন (৪৫)।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি চকরিয়া থেকে আলীকদমের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি স্থানীয় জনতা আটক করেছে বলে জানতে পেরেছি। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

সারাদেশ

আরও পড়ুন