• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , রাত ০৩:৫২
ব্রেকিং নিউজ
হোম / খেলাধুলা
রিপোর্টার : খুলনা ডেস্ক
রস্টন চেইস দুই বছর পর টেস্ট দলে ফিরেই অধিনায়ক

রস্টন চেইস দুই বছর পর টেস্ট দলে ফিরেই অধিনায়ক

প্রিন্ট ভিউ

দুই বছর পর আবারও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে ফিরলেন রস্টন চেইস, এবার তিনি ফিরেছেন অধিনায়ক হিসেবে। ২০২৩ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে নিজের ৪৯তম এবং শেষ টেস্ট খেলেছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তারপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকলেও ২০২৫ সালের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে তার প্রত্যাবর্তন হতে যাচ্ছে, তাও নিজের শহর ব্রিজটাউনে এবং ক্যারিয়ারের ৫০তম টেস্ট ম্যাচ দিয়ে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাকে নতুন টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে। চেইসের সহ-অধিনায়ক করা হয়েছে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানকে। বোর্ড জানিয়েছে, তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে চেইসকে এই দায়িত্ব দিয়েছে। এর আগে চেইস ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে একটি করে ম্যাচে অধিনায়কত্ব করেছেন।

চেইস এই দায়িত্ব পেয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েটের পদত্যাগের পর। ব্র্যাথওয়েট ৩৯টি টেস্টে অধিনায়ক ছিলেন, যেখানে ওয়েস্ট ইন্ডিজ ১০টি জয়, ২২টি হার এবং ৭টি ড্র করেছিল। তার বিদায়ের পর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শাই হোপ অধিনায়ক হলেও টেস্ট ফরম্যাটে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। অবশেষে রস্টন চেইসকে সেই গুরুদায়িত্ব দেওয়া হলো।

এই প্রত্যাবর্তন এবং অধিনায়কত্ব পাওয়া চেইসের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা, যা ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। ২৫ জুন থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজে তার নেতৃত্বে কেমন পারফর্ম করে ওয়েস্ট ইন্ডিজ, তা এখন দেখার বিষয়।

খেলাধুলা

আরও পড়ুন