• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , ভোর ০৫:২৭
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়
রিপোর্টার : খুলনা ডেস্ক
আজ বিকেলে সংসদে পাঠ করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’, সরাসরি সম্প্রচার করবে বিটিভি

আজ বিকেলে সংসদে পাঠ করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’, সরাসরি সম্প্রচার করবে বিটিভি

প্রিন্ট ভিউ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচারিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ঘোষণাপত্রটি ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে এবং এটি দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে। দলগুলো এর রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির ব্যাপারে একমত হয়েছে।

জুলাই ঘোষণাপত্রের দাবিতে দীর্ঘদিন ধরেই সোচ্চার ছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ দাবির পক্ষে তারা বিভিন্ন কর্মসূচিও পালন করেছে। সূত্র বলছে, ঘোষণাপত্রের একটি খসড়ায় মোট ২৬টি দফা রয়েছে। এর প্রথম ২১ দফায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পূর্ববর্তী গণতান্ত্রিক আন্দোলনসহ জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।

ঘোষণাপত্র পাঠ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। সকাল ১১টা থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শুরু হবে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শীর্ষক অনুষ্ঠান। এতে গান পরিবেশন, ব্যান্ড শো, নাট্য পরিবেশনা এবং সন্ধ্যায় একটি বিশেষ ‘ড্রোন ড্রামা’ উপস্থাপন করা হবে।

আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সহযোগিতায় রয়েছে জাতীয় সংসদ সচিবালয়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “জুলাই ছিল সবার, তাই এই আয়োজনেও থাকবে সবার অংশগ্রহণ।” তিনি জানান, সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের পর আবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঞ্চে শুরু হবে বাকি আয়োজন, যার চূড়ান্ত পর্বে থাকবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের পরিবেশনা।

এদিকে অনুষ্ঠান ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায় যান চলাচলে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

জাতীয়

আরও পড়ুন