• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সকাল ০৮:২৭
ব্রেকিং নিউজ
হোম / বাণিজ্য
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
রপ্তানি ও রেমিট্যান্সে ডলারের একই দর মানতে হবে

রপ্তানি ও রেমিট্যান্সে ডলারের একই দর মানতে হবে

প্রিন্ট ভিউ

ডলার ক্রয়-বিক্রয়ে দামের ব্যবধান ঠিক করে দেবে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি ব্যাংকে একই রকম দরে ডলার বেচাকেনা করতে হবে। 

অর্থাৎ রপ্তানি ও রেমিট্যান্সে একই দর দিতে হবে। আর যে দরে কিনবে সর্বোচ্চ ১ টাকা বেশিতে বিক্রি করা যাবে। ডলারের জন্য একটি রেফারেন্স রেট চালু করবে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোকে তাদের বিনিময় হার প্রকাশ করতে হবে এবং এসব রেট অনুযায়ী লেনদেন নিশ্চিত করতে হবে। এ লেনদেনের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে। আর কেন্দ্রীয় ব্যাংক স্বচ্ছতার নিমিত্তে প্রতিদিন দুবার সামগ্রিক বাজারদর প্রকাশ করবে। যেসব ব্যাংক এ নির্দেশনা লঙ্ঘন করবে, সেগুলোর জন্য শাস্তি হিসেবে ন্যূনতম ১০ লাখ টাকা জরিমানা অথবা লেটার অব ক্রেডিট (এলসি) লেনদেনের ৫ শতাংশ জরিমানা নির্ধারণ করা হতে পারে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও ট্রেজারি প্রধানদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা তুলে ধরেন। 

বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী কয়েক দিনের মধ্যে এ নির্দেশনাগুলো একটি সার্কুলার আকারে প্রকাশ করা হবে বলে জানা গেছে। 

বৈঠক সূত্রে জানা গেছে, এই পদ্ধতি চালুর পর রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের জন্য ভিন্ন ভিন্ন বিনিময় হার নির্ধারণ করা যাবে না। এর পাশাপাশি গভর্নর ডলার ক্রয়- বিক্রয়ে সর্বাধিক ১ টাকার ব্যবধান রাখার নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। 

নির্দেশনা মানার বিষয়টি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংক উচ্চপদস্থ কর্মকর্তাদের নেতৃত্বে একটি অভিযোগ সেল গঠন করবে। ব্যাংকিং খাত বা ভুক্তভোগী গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পেলে সেগুলোর যথাযথ তদন্ত করা হবে। প্রতিটি অভিযোগ তদন্তের পর ডলার লেনদেনে নির্ধারিত সীমার বেশি চার্জ করা বা অতিরিক্ত মুনাফার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, আমদানি উল্লেখযোগ্য হারে বাড়েনি, তবে রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী হয়েছে। তা সত্ত্বেও ডলারের মূল্যবৃদ্ধি পাচ্ছে। 

এ বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে আগের দায় পরিশোধের চাপের কারণে ডলার বাজারে কিছুটা চাপ তৈরি হয়। এরই মধ্যে বিদেশি এক্সচেঞ্জ হাউজ থেকে রেমিট্যান্সের ডলার কেনার দর কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত ১২৩ টাকার নিচে নেমেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার হওয়ায় বাজারে একটি ইতিবাচক বার্তা গেছে। এখন দরে অস্থিরতা কমবে। 

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশি এক্সচেঞ্জ হাউজ থেকে ডলার কেনায় ব্যাংকগুলোর মধ্যে অসম প্রতিযোগিতা দেখা যাচ্ছে। এখন থেকে সব ব্যাংককে একই দরে বিনতে হবে। রপ্তানি ও রেমিট্যান্সে একই দর দিতে হবে। যে দরে কিনবে। সর্বোচ্চ ১ টাকা যোগ করে বিক্রি করবে।

বাণিজ্য

আরও পড়ুন