• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সকাল ০৮:২৬
ব্রেকিং নিউজ
হোম / খেলাধুলা
রিপোর্টার : খুলনা ডেস্ক
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে PSL বাতিল, আজ বিকেলেই দেশে ফিরছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে PSL বাতিল, আজ বিকেলেই দেশে ফিরছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা

প্রিন্ট ভিউ

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও। এই পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সাময়িকভাবে স্থগিত হয়ে যাওয়ায় বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা আজ (১০ মে) বিকেলেই দেশে ফিরে আসছেন

প্রথমে ধারণা করা হয়েছিল, যুদ্ধ পরিস্থিতির কারণে পাকিস্তান থেকে সরাসরি চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে ফেরানো হবে। পরে জানা যায়, নিরাপত্তার কারণে পিএসএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্থানান্তর করা হয়েছে। সে অনুযায়ী, রিশাদ ও নাহিদ অন্যান্য বিদেশি ক্রিকেটারদের সঙ্গে দুবাইতে চলে যান।

তবে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকায় আইপিএল ও পিএসএল—দুই মেগা টুর্নামেন্টই স্থগিত হয়ে গেছে। নিরপেক্ষ ভেন্যুতেও খেলা আয়োজনের সম্ভাবনা আপাতত নেই।

ফলে আজই দেশে ফিরছেন বাংলাদেশি দুই ক্রিকেটার। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় দুপুর ১২টায় তারা দুবাই থেকে বিমানে ওঠেছেন, এবং আজ বিকেল ৫টার মধ্যেই তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এই প্রতিবেদন লেখার সময়, দু’জনেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ছিলেন।

খেলাধুলা

আরও পড়ুন