খুলনার কয়রায় বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৭৩০ কেজি কাঁকড়াসহ একটি পরিত্যক্ত ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের আওতাধীন কপোতাক্ষ নদীর মোহনায় চরামুখা কাল নামক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে অভিযানটি চালানো হয়।
কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে নদীর মোহনায় টহল দিচ্ছিল। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি ইঞ্জিনচালিত ট্রলার পাওয়া যায়। ট্রলারে রাখা ছিল আনুমানিক ৭৩০ কেজি কাঁকড়া। সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে ট্রলার ও কাঁকড়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয়রার অনুমতির ভিত্তিতে জব্দ করা মালামাল সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বন আইন লঙ্ঘন ও অবৈধ প্রাকৃতিক সম্পদ আহরণের বিরুদ্ধে সুন্দরবন সংলগ্ন এলাকায় নিয়মিত অভিযান চলবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এই ধরনের অবৈধ কর্মকাণ্ড সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তাই বন বিভাগ ও নিরাপত্তা বাহিনীর এমন উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।