চট্টগ্রাম নগরীর ব্যস্ত বায়েজিদ বোস্তামী সড়কের স্টারশিপ গলির মুখে থাকা পুরনো একটি সেতু হঠাৎ ধসে পড়েছে। বৃহস্পতিবার সকালে সেতুর একপাশে ফাটল ধরে দুই ভাগ হয়ে যাওয়ায় সড়কের ২ নম্বর গেট থেকে অক্সিজেনমুখী অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিফাতুল করিম চৌধুরী জানান, সেতুটি ১৯৮০ সালের দিকে নির্মিত হয়। এটি শীতল ঝর্ণা খালের উপর নির্মিত একটি ইটের সেতু। সম্প্রতি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খালের সম্প্রসারণ করা হয়, যার ফলে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় সেতুর একাংশ ভেঙে পড়ে। সেতুটি এতটাই ক্ষতিগ্রস্ত যে এটি পুনর্নির্মাণ ছাড়া সংস্কার করা সম্ভব নয়।
এ সেতু দিয়ে প্রতিদিন নাসিরাবাদ ও ষোলশহরের বিভিন্ন শিল্পকারখানার হাজারো শ্রমিক চলাচল করে। পাশাপাশি এটি হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রাম নগরীর অন্যতম সংযোগ পথ। সেতু ধসে পড়ার ফলে এসব অঞ্চলের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষক মনসুর নবী বলেন, “সকালে কলেজে যাওয়ার জন্য বের হই। দেখি সেতু ভেঙে গেছে। কিছুক্ষণ পর জানতে পারি, অতিরিক্ত বৃষ্টির কারণে কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে, তাই বাসায় ফিরে আসি। তবে একপাশ দিয়ে গাড়ি চললেও তীব্র যানজট তৈরি হয়েছে।”
এখন আশঙ্কা করা হচ্ছে, সেতুর অপর অংশও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত পুনর্নির্মাণ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।