• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , ভোর ০৫:০৬
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়
রিপোর্টার : খুলনা ডেস্ক
ঈদের বাজারে নতুন টাকা, তবে চাহিদার চেয়ে সরবরাহ কম

ঈদের বাজারে নতুন টাকা, তবে চাহিদার চেয়ে সরবরাহ কম

প্রিন্ট ভিউ

প্রতিবছরের ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে নতুন টাকার নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক। তবে গত ঈদুল ফিতরের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত নোট বিতরণ স্থগিত রাখা হয়েছিল। এবার ঈদুল আজহাকে সামনে রেখে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নকশার নোট বাজারে আসছে।

গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (টাঁকশাল) ইতিমধ্যে এসব নোট ছাপানোর কাজ শুরু করেছে এবং এটি শেষ পর্যায়ে রয়েছে। নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না, পরিবর্তে জুলাই অভ্যুত্থানের সময়কার গ্রাফিতি এবং পুরনো নকশা ফিরিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, ঈদের আগেই নতুন নোট বাজারে ছাড়া হবে। তবে, কোন নোট কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ২০ টাকার নোটের ছাপার কাজ শেষ হতে চলেছে এবং আগামী সপ্তাহে এটি বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী সপ্তাহে ৫০ ও ১০০০ টাকার নোটও হস্তান্তর করা হবে।

প্রাথমিকভাবে নতুন নোটগুলো বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও অন্যান্য শাখায় সরবরাহ করা হবে এবং পরে সেগুলো দেশের বিভিন্ন ব্যাংকে বিতরণ করা হবে। ঈদের আগেই কিছুটা সীমিত সংখ্যক নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে, তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকতে পারে।

এছাড়া, নতুন নোট ছাপানোর খরচ এবার বেড়েছে তিনগুণ। চাহিদা অনুযায়ী নতুন নোটের সরবরাহ সীমিত থাকার কারণে বাজারে পুরনো ও ছেঁড়া নোটের সংখ্যা বাড়ছে, যা জনসাধারণের জন্য কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে।

জাতীয়

আরও পড়ুন