• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , ভোর ০৫:৪৮
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ
রিপোর্টার : খুলনা ডেস্ক
পাঁচ মাসের অচলাবস্থা শেষে কুয়েটে নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ

পাঁচ মাসের অচলাবস্থা শেষে কুয়েটে নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ

প্রিন্ট ভিউ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. মোঃ মকসুদ হেলালী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক এবং বীর মুক্তিযোদ্ধা ড. হেলালী শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কুয়েট প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেন কুয়েটের উপ-রেজিস্ট্রার আবদুর রহমান।

নতুন উপাচার্য আগামী শনিবার থেকে তার নিয়মিত কার্যক্রম শুরু করবেন বলে জানানো হয়েছে।

প্রফেসর হেলালীর নিয়োগ রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে গত ২৪ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা হয়। নিয়োগটি কুয়েট আইন, ২০০৩-এর ধারা ১০(১) অনুযায়ী সম্পন্ন হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। এর জেরে দীর্ঘ পাঁচ মাস ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে ২৬ এপ্রিল কুয়েটের তৎকালীন উপাচার্য ও প্রো-ভাইস চ্যান্সেলরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ফেরার আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।

সারাদেশ

আরও পড়ুন