• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , ভোর ০৫:২৬
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
রেলস্টেশনে সোনা ছিনতাই: হাতেনাতে গ্রেফতার ২, ৩৪ ভরি স্বর্ণ উদ্ধার

রেলস্টেশনে সোনা ছিনতাই: হাতেনাতে গ্রেফতার ২, ৩৪ ভরি স্বর্ণ উদ্ধার

প্রিন্ট ভিউ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সোনা ছিনতাইকালে ২ ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। এসময় অনুমানিক ৩৯৯ গ্রাম (৩৪ ভরি) স্বর্ণ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- রাকিব হাওলাদার (২৬) ও মো. ইমন (২৩)।

আনোয়ার হোসেন বলেন, কমলাপুর রেলস্টেশনে স্বর্ণ ছিনতাইকালে রেলওয়ে পুলিশ ২ ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে। এসময় অনুমানিক ৩৯৯ গ্রাম (৩৪ ভরি) স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি বলেন, গতকাল সকালে জনৈক কাইয়ুম (২৩) বিমানবন্দর রেলস্টেশন থেকে একতা ট্রেন যোগে কমলাপুর রেলস্টেশনে পৌঁছান। স্টেশন থেকে তিনি বের হওয়া মাত্রই স্টেশন চত্বরে আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারী চক্র পূর্বপরিকল্পনা মোতাবেক অতর্কিতে ভিকটিম কাইয়ুমকে ঘিরে ধরে। তার প্যান্টের পকেটে থাকা স্বর্ণগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় ধস্তাধস্তি ও ভিকটিমের চিৎকারে স্টেশন চত্বরে কর্তব্যরত রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুজন সদস্য এগিয়ে গিয়ে ভিকটিমকে ছিনতাইকারী চক্রের কবল থেকে উদ্ধার করে। দুজন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় উপস্থিত জনতা এগিয়ে এলে বাকি ছিনতাইকারীরা পালিয়ে যায়। ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

সারাদেশ

জাতীয়

আরও পড়ুন