• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সকাল ০৭:০৪
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ
রিপোর্টার : খুলনা ডেস্ক
বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ দুর্নীতির মামলায় গ্রেপ্তার

বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ দুর্নীতির মামলায় গ্রেপ্তার

প্রিন্ট ভিউ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেছেন ডিবি-দক্ষিণের যুগ্ম-কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, দুর্নীতির অভিযোগে দুদকের তদন্তাধীন একটি মামলায় অধ্যাপক কলিমুল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে দুদকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ এর আগেও নানা বিতর্কের জন্ম দিয়েছেন উপাচার্য থাকাকালে তার কর্মকাণ্ড নিয়ে।

সারাদেশ

আরও পড়ুন