• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , রাত ০৩:৫১
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
পরিবেশকর্মীর ওপর হামলার অভিযোগে একজন গ্রেফতার

পরিবেশকর্মীর ওপর হামলার অভিযোগে একজন গ্রেফতার

প্রিন্ট ভিউ

চট্টগ্রামে পাহাড়ে উচ্ছেদ অভিযানে পরিবেশকর্মীর ওপর হামলার অভিযোগে রুবেল ওরফে নুর নবী বাবু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী ওয়ার্ডের হারবাতলীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুর নবী বাবু আকবরশাহ থানাধীন হারবাতলীর জাইদুলের ছেলে। তাকে আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে চট্টগ্রাম বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা কমিটি জানায়, গত ২৩ অক্টোবর আকবর শাহ এলাকায় উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া পরিবেশকর্মী ও সাংবাদিক মো. শফিকুল ইসলাম খানের ওপর হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, গত ২৩ অক্টোবর বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পাহাড় কেটে তৈরি স্থাপনা ও কালীরছড়া খাল উদ্ধারে ২ দিনব্যাপি অভিযান চালায় প্রশাসন। জেলা প্রশাসন, বিদ্যুৎ, ওয়াসা, পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থার যৌথ এই অভিযানে বাংলাদেশ পরিবেশ আইনবিদি সমিতির (বেলা) নেটওয়ার্ক মেম্বার পরিবেশকর্মী ও সাংবাদিক মো. শফিকুল ইসলাম খান পাহাড় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তক্রমে অভিযানে সহায়তা করেন। অভিযানের এক পর্যায়ে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল শফিকুলের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন। ভিডিও ফুটেজে দেখা যায় গ্রেফতার যুবক শফিকুলকে লাথি ও ঘুষি মারছেন। শফিকুল চট্টগ্রাম বিভাগীয় পাহাড় সুরক্ষা জোটের সদস্য। তিনি দীর্ঘদিন আকবর শাহ এলাকায় পাহাড় সুরক্ষা ও কালীরছড়া খাল উদ্ধারে আন্দোলন করে আসছিলেন।

আকবর শাহ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, পরিবেশকর্মীর ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি নুর নবী বাবুকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

জাতীয়

আরও পড়ুন