• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , সকাল ০৭:১৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ
রিপোর্টার : দ্য ইনভেস্টর অনলাইন ডেস্ক
সুস্পষ্ট বঙ্গোপসাগরে লঘুচাপ, শুক্রবার থেকে হতে পারে বৃষ্টি

সুস্পষ্ট বঙ্গোপসাগরে লঘুচাপ, শুক্রবার থেকে হতে পারে বৃষ্টি

প্রিন্ট ভিউ

বুধবার (১৮ ডিসেম্বর) আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়েছে যে, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের সব বিভাগেই ভারী বর্ষণ হতে পারে। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ২০ ডিসেম্বর সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারি (১১-২২ মিমি/২৪ ঘণ্টা) থেকে ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। বজলুর রশিদ বলেন, লঘুচাপটি রাতে তৈরি হয়েছে। এটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই, তবে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। লঘুচাপটি শ্রীলঙ্কার কাছাকাছি আছে, চট্টগ্রাম-কক্সবাজারের এদিকে যেতে পারে। এর প্রভাবে শুক্রবার থেকে বাংলাদেশে শুধু বৃষ্টি হবে।

সারাদেশ

আরও পড়ুন