• ঢাকা
  • শনিবার , ১৬ আগস্ট ২০২৫ , ভোর ০৫:৪৬
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
মাদারীপুরে মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

মাদারীপুরে মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

প্রিন্ট ভিউ

মাদারীপুরের শিবচরে সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আজমীর হোসেন।

গ্রেপ্তারা হলেন, শিবচর পৌরসভার ডিসি রোড এলাকার জাহাঙ্গীর শেখ (৩৫), একই এলাকার সীমান্ত মালো (২০) এবং পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাওছার শিকদার (২১)।

পুলিশ জানায়, ১০ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শিবচর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাতির বাগান মাঠ এলাকার নাসরিন আক্তার নামের এক নারীর মোবাইলে মেজর মাসুদ পরিচয় দিয়ে ফোন করেন এক যুবক। এ সময় মোবাইলের অপর প্রান্ত থেকে বলা হয় হাতির বাগান মাঠের মোড়ে আপনাদের যে দোকান আছে সেটা সরকারি জায়গায় পড়েছে। সেই দোকানের টিনের সঙ্গে লেগে সেনাবাহিনীর গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে। ওই গ্লাস মেরামতের জন্য টাকা দাবি করলে নাসরিন বিভিন্ন সময়ে নগদের মাধ্যমে টাকা পাঠান।

এরপর আরও টাকা দাবি করলে ওই নারীর সন্দেহ হয়। পরে তিনি সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ করেন। সবশেষ এ বিষয়ে থানায় অভিযোগের পরে তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো.আজমীর হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের মধ্যে টিম লিডার ভুয়া মেজর মাসুদ পরিচয় দানকারী আসামি জাহাঙ্গীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাদেশ

আরও পড়ুন